ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

অভিনয় আমার রক্তে মিশে আছে

বিনোদন ডেস্ক | আপডেট: বুধবার, অক্টোবর ২৭, ২০২১

অভিনয় আমার রক্তে মিশে আছে

করোনার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ রেখেছিলেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হওয়ায় অবশেষে স্টেজে ফিরছেন এ সংগীতশিল্পী। অডিও গানের পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দিলেন সম্প্রতি। এসব বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

 

* এখন সময় কেমন যাচ্ছে আপনার?

 

** আগের চেয়ে ভালো। স্টেজ অনুষ্ঠানের মৌসুম শুরু হয়েছে। আমিও স্টেজে গান শুরু করেছি। শ্রোতাদের মুখোমুখি হচ্ছি অনেকদিন পর। বেশ ভালোই লাগছে কাজ করে। করোনা পরিস্থিতি যদি এ রকম থাকে তাহলে সবার জন্যই ভালো হবে।

 

* সম্প্রতি আপনার একটি নতুন গান প্রকাশ হয়েছে। শ্রোতাদের সাড়া কেমন পাচ্ছেন?

 

** ‘তোমার জন্য শিরোনামে এ গানটি লিখেছেন রিংকু দে, সুর করেছেন পার্থ প্রতিম আচার্য এবং সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। এটি শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করেছি। তাই সেখানেই প্রকাশ হয়েছে এক সপ্তাহ আগে। শ্রোতারা বেশ আগ্রহ নিয়েই গানটি শুনছেন। সময় যতই গড়াবে, গানের শ্রোতাও ততই বৃদ্ধি পাবে। কিছুদিন বিরতি দিয়ে নতুন গানের কাজ শুরু করতে চাই।

 

* একটি সিনেমাতেও নাকি গান করেছেন...

 

** হ্যাঁ। সরকারি অনুদানে নির্মিত ‘রাসেলের জন্য অপেক্ষা নামের একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি কিছুদিন আগে। সিনেমার গানের আলাদা একটি আবেদন আছে। তাই ভালো কোনো সিনেমায় গানের প্রস্তাব পেলেই কণ্ঠ দেই। তা ছাড়া এখন ভালো গল্প ও গান নিয়ে সিনেমা তৈরি হচ্ছে।

 

* ছোটবেলায় অভিনয় করলেও বড় হয়ে আর এটিতে স্থায়ী হলেন না কেন?

 

** অভিনয় আমার রক্তে মিশে আছে। কিন্তু এ নিয়ে কোনো উচ্চাশা নেই। আমার সব শ্রম, সাধনা এবং একাগ্রতা গান নিয়ে। তাই গানের সঙ্গেই বাকি জীবন কাটাতে চাই। এক সময় অভিনয়ের প্রচুর প্রস্তাব পেতাম। তবে সবাই এখন জানেন যে আমি অভিনয়ে আগ্রহী নই। তাই সে ধরনের প্রস্তাব এখন কম পাই।

 

* করোনার কারণে কেমন ক্ষতির সম্মুখীন হয়েছেন?

 

** শুধু আমি কেন, প্রায় প্রতিটি মানুষই করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার স্টেজ অনুষ্ঠান বন্ধ ছিল অনেকদিন। উপার্জনের অন্যতম মাধ্যম এটি। তবে এখন যেভাবে কাজ হচ্ছে, তাতে কিছুদিনের মধ্যেই সেই ক্ষতির কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করি আমি।