Can't found in the image content. সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা নিরাপদে ফিরেছে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা নিরাপদে ফিরেছে

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা নিরাপদে ফিরেছে
বৈরী আবহাওয়ার কারনে সেন্টমার্টিনে আটকা পড়া দেড় হাজার পর্যটক একদিন পর সন্ধা ছয়টার দিকে ফিরেছেন। গত রবিবার পর্যটকবাহী জাহাজ চলাচল করতে না পারায় প্রায় দেড় হাজার পর্যটক সেন্টমার্টিনে রয়ে যায়। সোমবার (২০ মার্চ) আবহাওয়া অনুকূলে থাকায় সকাল সাড়ে ৯টায় টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে তিনটি পর্যটকবাহী জাহাজ চলাচল করে। 

কেয়ারী সিন্দাবাদের ইনচার্জ মো. শাহ আলম জানান, মাত্র ৬৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনে যায় কেয়ারী সিন্দাবাদ জাহাজটি। সেখানে আটকা পড়াদের নিয়ে ফিরে আসা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, পর্যটকরা নিরাপদে ফিরে এসেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ  কামরুজ্জামান জানান,আবহাওয়া অনুকূলে থাকায় জাহাজগুলো চলাচল করেছে। গত রোববার সকালে হঠাৎ দমকা হাওয়া শুরু হলে পর্যটকদের জান-মাল নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেন উপজেলা প্রশাসন।

আবহাওয়া ভালো হওয়ায় এবং সবকিছু ইতিবাচক থাকায় সোমবার সকালে পর্যটকবাহী জাহাজ স্বাভাবিক নিয়মে জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিনে আজ পর্যটকবাহী জাহাজ এসেছে। তবে, পর্যটক সংখ্যায় খুবই কম। রোববার আটকে পড়া দেড় হাজার পর্যটক নিরাপদে ফিরে গেছেন।