ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মিরসরাই প্রশাসনের মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, মার্চ ২০, ২০২৩

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মিরসরাই প্রশাসনের মতবিনিময় সভা
চট্টগ্রামের জেলার মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে  দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং গণপরিবহনে যাত্রীসেবা নিশ্চতকরণে মতবিনিময় সভা আর হয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, ইছাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম ফিরোজ,মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, চয়েস বাস মালিক সমিতির সভাপতি (বারইয়ারহাট-মাদারবাড়ী) আব্দুর রহিম, উত্তরা বাস মালিক সমিতির সভাপতি রফিকুজ্জামান, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিন, মিঠাছড়া বাজার পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল আল মামুন, বড় দারোগারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি  মো. ফিরোজ, মিরসরাই বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মেজবাউল আলম, সহসভাপতি নুরুল গণি তুহিনসহ  বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ এবং চয়েস,উত্তরা, সিএনজি,পিকআপ,ট্রাক-মিনিট্রাকসহ বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রমজানে বিভিন্ন বাজারে মনিটরিং , দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, বাজারে রাতে বখাটে আড্ডা প্রতিরোধ,ইভটিজিং,ঈদ বাজারকে কেন্দ্র করে চাদাঁবাজি বন্ধ করা, যানজট নিয়ন্ত্রণ, বিশেষ করে চট্টগ্রাম থেকে বারইয়ারহাট রুটে চয়েস বাসের অব্যবস্থাপনা দূরীকরণ ও যাত্রীসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।