গত ১৭ তারিখ ঢাকা একটি স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে কক্সবাজারে বেড়াতে আসে আতিক হাসানসহ ৯০ জনের একটি দল।এরপর গতকাল রাত ৮ টা ৩০ মিনিটের সময় আতিক হাসান এবং তার অপর এক বন্ধু শুভ দে সহ সমুদ্র সৈকত থেকে হোটেলে ফেরার পথে সাংস্কৃতিক কেন্দ্রের পাশের রোডে মটর সাইকেল যোগে তাদের গতিরোধ করে ৫ জন ছিনতাইকারী। এসময় তাদের কাছ থেকে মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল এবং নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীর সদস্যরা।এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর জখম হয় আতিক হাসান,পরবর্তীতে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়,ঘটনা অবগত হবার বিভিন্ন গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ৩০ মিনিটের ভিতর ৫ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।এসময় উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত একটি টিপ ছুরি,দুটি মটর সাইকেল ও নগদ টাকা।
আটককৃত ছিনতাইকারীরা হল বাহারছড়া এলাকার আশরাফ উদ্দিন আরিফ,সিকদার মহল এলাকার ইরফান ফারদিন,মধ্যম বাহারছড়ার তাসনিমুল হাসান নাবিল,একই এলাকার মোঃ সাঈদ এবং আবরার উদ্দিন।
এই ঘটনায় রবিবার দুপুরে একটি এজাহার দায়ের করেন ভুক্তভোগীর শুভ দে এর পিতা স্বাগতম চন্দ্র দে,তিনি চাঁদপুর জেলার মনোহরকান্দির বিশনু এলাকার বাসিন্দা।
কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন জানান এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।