ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

যে কারণে মাহিকে রিমান্ডে নিতে চায়নি পুলিশ

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, মার্চ ১৮, ২০২৩

যে কারণে মাহিকে রিমান্ডে নিতে চায়নি পুলিশ
চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতারের পর ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়নি পুলিশ।

এর কারণ হিসেবে জিএমপির কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, যেহেতু তিনি প্রেগনেন্ট, তাই আমরা তার রিমান্ড চাইনি। 

এর আগে শনিবার সকালে চিত্রনায়িকা মাহি ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারপরবর্তী এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন, মাহি দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মাহির স্বামী রকিব সরকার এখনো পলাতক।

এর আগে শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।

প্রসঙ্গত, শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।