Can't found in the image content. মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: শনিবার, মার্চ ১৮, ২০২৩

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ
যথাযথ মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ র‍্যলী, কেক কাটা ও আলোচনা সভা করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। 

আজ শুক্রবার ১৭ ই মার্চ সকালের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও ফ্রিডম স্কোয়ারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার মাধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

একই দিনে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা দলীয় কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগীতায়, অনুষ্ঠানটি আয়োজন করে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রলীগ। 

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তালেবের সঞ্চালনায়, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তসলিম উদ্দিন রুবেলের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিরনজয় ত্রিপুরা। 

শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শে আজ বাংলাদেশে উন্নয়ন ও শান্তি বিরাজ করছে মন্তব্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বিধায় আজ আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পেরেছি। তাঁর হাত ধরেই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে একটি স্মার্ট বাংলাদেশ গঠন করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আবারো নৌকাকে বিজয়ী করার আহবান জানান তিনি। 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি বাবুল আহাম্মেদ, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আলা উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুদুঅং মারমা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ওয়ালীউল্ল্যাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগ'র সভাপতি তসলিম উদ্দিন রুবেল, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।