দিনাজপুরের বিরামপুরে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা,পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
১৭ মার্চ শুক্রবার সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদ, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), অদৈত কুমার আপু থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্ম কুলছুম বানু,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি ও সূধীজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকৃত বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।