"নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী" প্রতিপাদ্যের আলোকে ফরিদপুর সদরপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এর নেতৃত্বদেন ইউএনও আহসান মাহমুদ রাসেল।
পরে উপজেলা পরিষদ দরবার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আহসান মাহমুদ রাসেল।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় বক্তারা বলেন, এখন ও অনেক মানুষ তাদের ভোক্তা অধিকার সম্পর্কে জানেনা। জনসচেতনা বৃদ্ধি করার জন্য প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী সহ সবাইকে কাজ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। বেশী করে বাজার মনিটর করতে হবে।