ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

সিংড়ায় শ্মশানের নব নির্মিত দাহ করার আধুনিক চুলা উদ্বোধন

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, আগস্ট ৮, ২০২১

সিংড়ায় শ্মশানের নব নির্মিত দাহ করার আধুনিক চুলা উদ্বোধন

নাটোরের সিংড়ায় চৌগ্রাম মহাশ্মশান এর নব নির্মিত দাহ করার আধুনিক চুলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে চৌগ্রাম মহাশ্মশান প্রাঙ্গণে এ আধুনিক চুলার উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন। প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

 

এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলার সভাপতি চিত্তরঞ্জন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলার সহ-সভাপতি এড. প্রসাদ কুমার তালুকদার, সুশান্ত কুমার ঘোষ, খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সুব্রত সরকার প্রমুখ।

 

উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চৌগ্রাম মহাশ্মশান এর চিতা।