Can't found in the image content. অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিশেল ইয়ো | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিশেল ইয়ো

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, মার্চ ১৩, ২০২৩

অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিশেল ইয়ো
এবারের অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইয়ো। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। তাঁর সঙ্গে এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আনা দে আরমাস, কেট ব্ল্যানচেট, আন্দ্রেয়া রাইজবরো, মিশেল উইলিয়ামস। শেষ পর্যন্ত পুরস্কার উঠল মিশেল ইয়োর হাতে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।

এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ নামের সিনেমা পেয়েছে সেরা ছবির অ্যাওয়ার্ড। আর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার।