Can't found in the image content. অস্কার: সেরা অভিনেতা ব্রেনডান ফ্রেজার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

অস্কার: সেরা অভিনেতা ব্রেনডান ফ্রেজার

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, মার্চ ১৩, ২০২৩

অস্কার: সেরা অভিনেতা ব্রেনডান ফ্রেজার
৯৫তম অস্কারে লস অ্যাঞ্জেলেসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার। ‘দ্য হোয়েল’ ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি। এই বিভাগে তাঁর সঙ্গে মোননয়ন পেয়েছিলেন অস্টিন বাটলার, কলিন ফ্যারেল, পল মেসকাল, বিল নাই। শেষ পর্যন্ত পুরস্কার উঠল ব্র্যান্ডন ফ্রেজারের হাতে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।

এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

এবারের অস্কারে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ নামের সিনেমা পেয়েছে সেরা ছবির অ্যাওয়ার্ড।