ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ |

EN

অস্কারে সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, মার্চ ১৩, ২০২৩

অস্কারে সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’
বিশ্বের কয়েকশ সিনেমাকে পেছনে ফেলে এবার অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স। সিনেমাটি সব মিলিয়ে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। 

প্রথমে পায় সেরা পার্শ্ব অভিনেত্রী, এরপর সেরা পার্শ্ব অভিনেতা,  এরপর সেরা অভিনেত্রী এবং অরিজিনাল স্ক্রিন প্লের শ্রেষ্ঠত্ব অর্জন করে এ ছবিটি।  এ চার ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার পর সেরা পরিচালক এবং সেরা এডিটিংয়েও সিনেমাটির নাম ঘোষণা করা হয়। আর সর্বশেষ সেরা সিনোমার পুরস্কার জিতে নেয় এটি। এবারের অস্কারে সবচেয়ে বেশি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল এই সিনেমা। 

অরিজিনাল স্ক্রিনপ্লে হলো এমন একটি গল্প যা আগে কখনো লেখা হয়নি বা কোনো গল্প বা উপন্যাস থেকে সাহায্য নেওয়া হয়নি। সম্পূর্ণ নতুন ধারণা ও গল্পকে অর্জিনাল স্ক্রিনপ্লে বলা হয়। মানে সম্পূর্ণ নতুন একটি গল্পের উপর ভিত্তি করে এটি নির্মাণ করা হয়েছে।

এবারের অস্কারে দ্বিতীয় সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে জার্মান সিনেমা অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও যুদ্ধবিরোধী একটি উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়। 

আর দুটি পুরস্কার জিতেছে দ্য হোয়াল। ছবিটি সেরা অভিনেতার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।