Can't found in the image content.
বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১
শাহরুখপুত্র
আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হবে আজ। মুম্বাই
হাইকোর্টে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বর্ষীয়ান আইনজীবী
মুকুল রোহাতগি আরিয়ানের পক্ষে শুনানিতে অংশ নেবেন।
মঙ্গলবার
এ নিয়ে তৃতীয়বার জামিনের
আবেদন করলেন আরিয়ানের আইনজীবী। আগের দু’বার
শাহরুখপুত্রের জামিন আবেদন খারিজ করে দিয়েছিল আদালত।
খবর হিন্দুস্তান টাইমসের।
যুক্তি
হিসেবে বলা হয়েছিল, জামিনে
ছাড়া পেলে আরিয়ান তার
বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ
সরানোর চেষ্টা করতে পারেন। যেহেতু
তিনি একজন তারকা পুত্র,
তাই এ বিষয়ে নিজের
প্রভাব প্রতিপত্তি ও প্রমাণ সরানোর
কাজে লাগাতে পারেন। তদন্তকারী সংস্থা এনসিবি এমনটিই দাবি করেছিল।
তবে
শাহরুখপুত্র আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে
২৫ কোটি টাকা ঘুস
চাওয়ার অভিযোগ উঠেছে বিতর্কিত এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে।
আরিয়ানকে
গ্রেফতারকারী এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে
ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর আপাতত
আশাতেই বুক বাঁধছে শাহরুখ
পরিবার।
গত
২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে
আরিয়ানসহ আটজনকে মাদক মামলায় আটক
করা হয়। ৩ তারিখে
তাকে সরকারিভাবে গ্রেফতার দেখায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো।
তার পরে ওই মামলায়
আরও অনেককে গ্রেফতার করা হয়েছে।
৩
অক্টোবর থেকেই আরিয়ানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর
হেফাজতে। গত ৮ অক্টোবর
আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল
হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।