স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশের পুলিশ এখন থেকে দেশের মানুষকে স্মার্ট সেবা দিতে প্রস্তুত। পুলিশের সেবায় জনগন এখন খুশি।দেশের মানুষ কখনওই জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয়নি এবং এ জন্যই আমরা সহজে জঙ্গিদের নিবৃত করতে পেরেছি।
বৃহস্পতিবার(৯ মার্চ) সন্ধা সাড়ে ৬ টার সময় শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার নব নির্মিত ছয় তলা ভবনের শুভ উদ্বোধনের পরে এক জনসভায় তিনি এসব কথা বলেছেন।
প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে এই তৃতীয় ট্রামে পুলিশের জনবল অনেক বাড়িয়েছেন। প্রায় ৯০ হাজার জনবল বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশে পুলিশের যখন যেটা প্রয়োজন প্রধানমন্ত্রী সেটাই দিয়েছেন। প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর পুলিশকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছিলেন, সাজাতে পেরেছি বলেই সন্ত্রাস দমন করতে পেরেছি। আজ বিশ্বের মাঝে বাংলাদেশের পুলিশ স্মার্ট পুলিশ বাহিনী হিসাবে পরিচিত। দেশের জনগন পুলিশের কাছে পরিপুর্ন সেবা পাওয়ার অধিকারী। তাই পুলিশকে সেই লক্ষ রেখে জনগনের পাশে থাকতে হবে।
তিনি আরো বলেন, প্রাধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যতিক্রম ধর্মী একজন রাষ্টপ্রধান। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষেই বেঁচে আছেন। গোসাইরহাট উপজেলা হচ্ছে আওয়ামীলীগের ঘাটি। আগামীকাল নির্বাচনে শরীয়তপুর(০৩) আসনে নাহিম রাজ্জাককে শতভাগ ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী করার আহবান জানান তিনি। আগামী ২০৪১ সালের মধ্যে দেশ বিশ্বের মধ্যেম আয়ের দেশে রুপান্তরিত হবে।
গোসাইরহাট উপজেলা আঃলীগের সভাপতি শাহাজাহান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি শরীয়তপুর(২), বিশেষ অতিথি শরীয়তপুর- ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন (অপু) , শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আঃলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আঃলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, প্রমুখ।