ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ৮, ২০২৪ |

EN

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মাঝি নিহত

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, মার্চ ৮, ২০২৩

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মাঝি নিহত
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে সৈয়দ হোসেন নামে একজন নিহত হয়েছে। 

বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তার শেল্টারের সামনে ওই ঘটনা ঘটে। নিহত সৈয়দ হোসেন কুতুপালং ক্যাম্প-২ ডব্লিউ’র মাঝি। 

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের কমান্ডিং অফিসার সৈয়দ হারুন অর রশিদ। 

তিনি জানান, বুধবার সকালে দোকানে চা খাওয়ার সময় একদল দুর্বৃত্ত এসে গুলি করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি দাবি করেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ। আধিপত্য বিস্তারের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে দাবি তার।

সাধারণ রোহিঙ্গাদের দাবি, সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্যরা মাঝি সৈয়দ হোসেনকে হত্যা করেছে।

গত বছর দেড়েক ধরে রোহিঙ্গা ক্যাম্পে মুখোমুখি অবস্থানে রয়েছে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গ্রুপ আরসা ও আরএসও। তাদের আধিপত্য বিস্তারের চেষ্টায় অনেক রোহিঙ্গা প্রাণ হারিয়েছে৷ এরমধ্যে অনেক নিরীহ রোহিঙ্গাও রয়েছে।

সর্বশেষ সোমবার গভীররাতে প্রতিপক্ষের গুলিতে সন্ত্রাসী গোষ্ঠী আরসার ক্যাম্প কমান্ডার ডা. ওয়াক্কাস নিহত হয়।