Can't found in the image content. হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, মার্চ ৮, ২০২৩

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র শবেবরাত ও হোলি উৎসব উপলক্ষে বুধবার (৮ মার্চ) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। 

বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সচিব শাহিনুর রহমান চ্যানেল 24 অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশে ও ভারতে হোলি উৎসব উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য যথারীতি চালু হবে। 

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফ জানান, সরকারি ছুটি উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।