ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

শিবচরে ক্লাস নিলেন বিদ্যালয়ের সভাপতি

মাদারীপুর প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

শিবচরে ক্লাস নিলেন বিদ্যালয়ের সভাপতি

করোনা মহামারির কারনে দীর্ঘদিন বন্ধের পর দরজা খুলেছে স্কুলের। প্রথম দিকে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও এখন পরিপূর্ণ হয়ে ওঠেছে স্কুল প্রাঙ্গণ। মাদারীপুরের শিবচরে এক স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

 

এমন ঘটনা দৃশ্যমান হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলার প্রভাতী কিন্ডার গার্টেনে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত শিবচর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলে ২য় শ্রেনীর শিক্ষার্থীদের পরিবেশ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ক্লাস নেন ইউএনও।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের সভাপতি হিসেবে নিয়মিত খোঁজ খবর ও পরিদর্শনের অংশ হিসেবে সকালে বিদ্যালয়ে যান ইউএনও। এসময় তিনি বিদ্যালয়ে প্রবেশ করে সব কিছু খোঁজ খবর নেন।

 

ওই সময় দ্বিতীয় শ্রেনীর ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুস সালাম। তিনি ইউএনওর উপস্থিতি দেখে সালাম বিনিময় করলে শিক্ষার্থীদের তাকে দেখে সালাম বিনিময় করে।পরে ইউএনও সকলের সাথে কুশল বিনিময় করে ক্লাস নিতে শুরু করেন।পরে আবার বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ক্লাশে গিয়ে সেখানেও ক্লাশ নিতে থাকেন।

 

ইউএনওকে শিক্ষক হিসেবে দেখতে পেয়ে এবং ক্লাস করতে পেরে ২য় ও ৫ম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীরা খুব আনন্দ উপভোগ করে।

 

বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী তাহমিনা ভূইয়া বলেন, “আমাদের ইউএনও স্যার খুব সুন্দর ক্লাশ নিয়েছেন। আমাদের আজ তিনি অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে বুঝিয়েছেন।স্যার মাঝে মাঝে এভাবে আসলে আমরা আরো উপকৃত হবো।

 

বিদ্যালয়ে উপস্থিত জহিরুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, “স্যার এভাবে মাঝে মাঝে ক্লাশ নিলে স্কুলের শিক্ষার্থীরা উপকৃত হবেন

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আলম জানান, ইউএনও স্যার বিদ্যালয়ে উপস্থিত হয়ে ২য় ও ৫ম শ্রেনীর ক্লাশ নেন। তার ক্লাস করার কারণে শিক্ষার্থীরা খুবই আনন্দিত। এছাড়াও স্যার বিভিন্ন বিষয়ে আমাদের্শ দিক নির্দেশনা মূলক পরামর্শ দিয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। শিক্ষকদের পাঠদান ভাল ভাবে শ্রবণ করে অনুধাবন ও অনুকরণ করতে হবে। প্রতিদিন ক্লাসের পাঠ্য বইয়ের কাজ দিনেই শেষ করতে হবে। রাষ্ট্র ও সমাজ আজ তোমাদের দিকে তাকিয়ে আছে। আজকের শিক্ষার্থীরা হলো আগামী দিনের সুন্দর সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ বিনির্মাণ গড়ার সুনাগরিক।

 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সিনিয়র ও সহকারী শিক্ষকগন।