ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

EN

আমি কিছুই সামলাই না, শাওন সব সামলায়: টয়া

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩

আমি কিছুই সামলাই না, শাওন সব সামলায়: টয়া
‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’ লেখা সংবলিত একটি ছবি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই লেখাটির পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা। সেই আলোচনায় অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়াও। 

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এক পোস্টে লেখেন, ‘আমি কিছুই সামলাই না। আমি শুধু ঘুমাই। শাওন সব সামলায়।’ এমন লেখা পোস্ট করার পর তার ভক্তরা মন্তব্যের ঘরে আলোচনা শুরু করেন। 

মুমতাহিনা চৌধুরী টয়া বাংলাদেশি মডেল, নৃত্যশিল্পী এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি মূলত বাংলা ভাষার বিভিন্ন টেলিভিশন নাটক এবং ধারাবাহিকগুলোতে কাজ করে থাকেন। অনেক বিজ্ঞাপনের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। ২০১০ সালে তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টারে পঞ্চম স্থান অধিকার করেছিলেন।

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি, লিপ ইয়ারের দিনে মিরপুর ডিওএইচএসে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সৈয়দ জামান শাওন। ঘরোয়া আয়োজনে কাছের কয়েকজন মানুষ নিয়ে সারেন বিয়ে।

২০১৯ সালের শেষের দিকে ভারতে অভিনেতা অনুপম খেরের ‘অনুপম খেরস অ্যাক্টর প্রিপেয়ারস’-এ প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন দুজন। সেখানেই প্রেমের সূত্রপাত। জানুয়ারিতে শাওনের জন্মদিনে সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়ে শাওনকে চমকে দেন টয়া। প্রস্তাবটি গ্রহণও করেন শাওন!