ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

খাগড়াছড়িতে ৬ জন নারী উদ্যোক্তা পেলেন গুনীজন সংবর্ধনা

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩

খাগড়াছড়িতে ৬ জন নারী উদ্যোক্তা পেলেন গুনীজন সংবর্ধনা
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র আয়োজনে বিশ্ব নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো নাইমুল হক পিপিএম।

সোমবার (৬ মার্চ) বিকাল ৪ ঘটিকায় নারী দিবসকে স্বার্থক করতে পুনাক এর পক্ষ থেকে খাগড়াছড়ি জেলার ৬ জন নারী উদ্যোক্তা ও নারী গুনীজনকে সংবর্ধনা হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সংবর্ধনা পেলেন জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ির চেয়ারম্যান  নিগার সুলতানা, নবীন নারী উদ্যোক্তা তাসলিমা আক্তার বিথী, নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, নিপু ত্রিপুরা, শাহনাজ সুলতানা । এসময়  উদ্যোক্তাগন সকলের সম্মুখে নিজ নিজ সফলতার গল্প উপস্থাপন করেন।

পুনাক সভানেত্রী বলেন, শৈশবে পুরুষকে শক্তিশালী ও নারীকে কোমলমতি হিসেবে আখ্যায়িত করে আসলেও নারীরা পুরুষের সমপরিমান ক্ষমতা অর্জনে সক্ষম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন, নারীদের ক্ষমতায়ন ও নারীর অদম্য শক্তিই যে নারীকে মেলে ধরতে পারে তার উজ্জ্বল উদাহরন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার পরবর্তী ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানেও পুরুষের সাথে সমানতালে ভূমিকা রাখতে হবে নারীদের।