Can't found in the image content. সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৭ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৭

চট্রগ্রাম ব্যুরো | আপডেট: সোমবার, মার্চ ৬, ২০২৩

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৭
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। আহত বাকিদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

এদিকে, ঘটনার একদিন পরও মালিকপক্ষ থেকে কোনো খোঁজ-খবর না নেয়ার অভিযোগ করেছেন হতাহতদের স্বজনেরা।

শনিবার বিকেলে চট্টগ্রামের সীতাকুন্ডের সীমা রি রোলিং মিলে অক্সিজেন বিষ্ফোরণে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অন্তত ২০ জন। তাদের চিকিৎসা চলছে ক্যাজুয়েলিটি বিভাগ, আইসিইউসহ নানা ওয়ার্ডে। আহতদের কেউ কেউ হাসপাতাল ছেড়েছেন।এ ঘটনায় বিশেষ বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একই এলাকায় বারবার এ ধরনের দুর্ঘটনা সারা বিশ্বে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এই এলাকার কারখানাগুলোতে ফায়ার অডিট এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি।

হতাহতদের স্বজনদের আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।