গেল বছরটি স্বপ্নের মতো গেছে অভিনেত্রী নাজিফা তুষির। ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। এই 'হাওয়া' ক্যারিয়ারে কতটা পরিবর্তন আনলো তুষির? এ প্রশ্ন রাখা হয় তুষিকে।
সমকালকে তুষি বলেন, ‘আমি আগে যেমন জীবন যাপন করতাম এখনও তাই আছে। জীবন যাপনে কোনো পরিবর্তন আসেনি। তবে আগে মানুষ আমাকে কম চিনত, এখন বের হলে বেশি চেনে। ছবি তুলতে আসে। পরিবর্তন বলতে এটাই।’
'হাওয়া'র কারণে জীবন যাপনে যেমন পরিববর্তন আসেনি তুষির তেমন পরিবর্তন আসেনি চিন্তা ধারাতেও। তবে অভিনেত্রী জানালেন চাপ বেড়েছে, কাজের চাপ।
তুষি জানান, তার প্রতি দর্শকদের চাহিদা বেড়েছে। এই চাহিদার কারণে কিছুটা প্রেসার অনুভব করছেন। অভিনেত্রী তুষির ভাষ্য, 'ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় একটু প্রেসার বেড়েছে। আমার প্রতি মানুষের চাহিদা বেড়েছে। তাই একটু চাপও অনুভব হচ্ছে।’
২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন অভিনেত্রী নাজিফা তুষি। ওই আসরে তিনি প্রথম রানারআপ হন। এরপর ২০১৬ সালে নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ দিয়ে শুরু করেন চলচ্চিত্রে যাত্রা। গত বছরের আলোচিত ও ব্যবসাসফল ‘হাওয়া’ সিনেমায় ‘গুলতি’ চরিত্রটি তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি।
'হাওয়া'র পর নতুন কোনো ছবিতে তুষিকে দেখা যায়নি। তাহলে তুষি কী নতুন কোনো ছবির প্রস্তাব পাননি? উত্তরে বললেন, 'প্রস্তাব আসেনি তা কিন্তু নয়। আমার কাজের একটা ধরন আছে। সেই ধরনের, সেই ধারার কাজই করতে চাই আমি। যে চরিত্র নিয়ে আমারও গবেষণা করার সুযোগ আছে, সেই চরিত্র করতে চাই। কিছু কাজের ব্যাপারে কথা হয়েছে। শিগগিরেই জানতে পারবেন সব।'