মামীর সঙ্গে পরকীয়ার ঘটনায় ভাগনে রাজিব গাইনকে গ্রেপ্তারের একদিন পরে মামী শিমলা আক্তার(১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধা ৮টার সময় ভেদরগঞ্জ পৌরসভা এলাকা থেকে শিমলা আক্তার(১৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় সখিপুর থানা পুলিশ। গত ১লা মার্চ তার শশুর হাসু খান ৫ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, গত ১লা মার্চে মামির সাথে পরকীয়ার ঘটনায় সখিপুর থানায় হত্যা মামলা করেন (মামা)নিহত রুবেল খানের বাবা হাসু খান। এর আগে ১ নং আসামী ভাগনে রাজিব গাইনকে। তার একদিন পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২নং আসামী মামী শিমলা আক্তারকে গ্রেপ্তার করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, মামী শিমলার সাথে দীর্ঘ দিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল ভাগনে রাজিবের। হটাৎ একদিন মামা রুবেল খান বাড়িতে এসে দেখে ভাগনে তার মামীর সাথে আপত্তিকর অবস্থায় এক রুমে। জিগ্যেস করলে মামা ভাগনের মধ্যে তর্কবিতর্ক হওয়ার একপর্যায় মামার পেটে ছুরিকাঘাত করে ভাগনে। পরে এক সপ্তাহ চিকিৎসার করার পরে গত বুধবার রাত ১১ টায় মামা মারা যায়। পরে নাতি ও পূত্রবধু সহ পাঁচজকে আসামী করে হত্যা মামলা করেন হাসু খান।