পদ্মাসেতুর সঙ্গে রেল সংযোগ স্থাপনের জন্য (মধ্যরাত থেকে সকাল ৬ টা পর্যন্ত) ২ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত সায়েদাবাদ রেল ক্রসিং বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের তথ্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মাসেতুর রেলপথের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য (মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত) ২ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত সায়েদাবাদ রেল ক্রসিং বন্ধ থাকবে। এসময় ওই পথে চলাচলকারী যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
এর ফলে এ অংশে ঢাকা-মাওয়া এবং ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের আগামী দুই দিন সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।