ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ভাঙ্গায় জনতার হাতে আটক ট্রান্সফর্মার চোর

শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩

ভাঙ্গায় জনতার হাতে আটক ট্রান্সফর্মার চোর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামের ফসলি মাঠের ভিতর থাকা পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি করার সময় জনতার হাতে আটক হয় এক চোর এসময় আরও তিন সহযোগী চোর পালিয়ে যায়। পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশ ফরিদপুরের বিভিন্ন এলকা থেকে চোর চক্রের আরও ২ দুজনকে আটক করে।

বুধবার (১ মার্চ) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম।

আটককৃতরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কোষা গোপালপুর এলাকার বুলবুল ওরফে আবুল হোসেনের পুত্র জুয়েল শেখ (৩৮), ও কবিরপুর এলাকার আকুল শেখের পুত্র শহীদুল শেখ (৩৫) অপর আসামী বোয়ালমারী উপজেলার গুনবাহা কামারগ্রাম এলাকার আফসার মোল্লার পুত্র ওবায়দুল মোল্লা।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে উপজেলার আলগী ইউনিয়নের সরকারি সোয়াদী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে একটি চক্র কৃষি জমিতে সেচ ব্যবস্থার বিদ্যুতের লাইনের ট্রান্সফর্মার চুরি করার সময় জনতার হাতে আটক জুয়েল নামে একজন। এ সময় সেখানে থাকা অন্যান্য সদস্যরা চুরি উদ্দেশ্যে আনা পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে থানায় খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ জুয়েলকে এবং চুরি করা ২ টি ট্রান্সফর্মারের অংশ থানা হেফাজতে নেওয়া হয়। এর পরে গতকাল তথ্যপ্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ২ জনকে আটক করেছে পুলিশ।

এই বিষয়ে সোয়াদী এলাকার আছাদ মাতুব্বর বলেন, এই চোর আমাদের এলাকায় ব্লকের (ইরি মৌসুমী) সময় প্রতি বছর ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায় আমরা গরীব মানুষ। আমাদের আবার নতুন করে ৪০ হাজার টাকা খরচ করে ট্রান্সফর্মার কিনতে হয়। এদের পিছনে যারা আছেন তাদের সবার কঠিন বিচার হওয়া উচিত। যাতে সামনে যেন এরা চুরি করতে না পারে।

এই বিষয়ে পল্লী বিদ্যুতের নগরকান্দা জোনের এজিএম মো. মাহফুজুর রহমান বলেন, এই চক্রের সদস্যরা ইরি মৌসুমে সক্রিয় হয়ে উঠে। এরা বিভিন্ন এলাকায় ফসলি মাঠে বিদ্যুৎ চালিত সেচে ব্যবহার করা ট্রান্সফর্মার চুরি করে। অনেক দিন ধরে এই অভিযোগ ছিল। আমরা জোনের মধ্যে ট্রান্সফর্মার চোর ধরা পরেছে শুনতে পাই। পরবর্তীতে আমি নিজে বাদী হয়ে ভাঙ্গা থানায় বিদ্যুৎ আইনে একটি মামলা দায়ের করি।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে খবর পাই ভাঙ্গা থানার সোয়াদী এলাকায় জনতার হাতে ১ জন ট্রান্সফর্মার চোর আটক হয়েছে। পরবর্তীতে পুলিশ পাঠিয়ে চুরি হওয়া ২টি ট্রান্সফর্মার ও চোর জুয়েল কে থানা হেফাজতে নিয়ে আসি। তখন তার দেওয়া তথ্য মতে এবং প্রযুক্তির সহায়তায় গতকাল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ও ফরিদপুর কোতয়ালি থানায় ভাঙ্গা রাস্তার থেকে চোর চক্রের মোট ২ সদস্য কে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।