Can't found in the image content. আজ ৩৯.১ গুণ বেশি দূষিত বস্তুকনা উড়ছে ঢাকার বাতাসে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫ |

EN

আজ ৩৯.১ গুণ বেশি দূষিত বস্তুকনা উড়ছে ঢাকার বাতাসে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৩

আজ ৩৯.১ গুণ বেশি দূষিত বস্তুকনা উড়ছে ঢাকার বাতাসে
আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে ৩৯.১ গুণ বেশি দূষিত বস্তুকনা (পিএম-২.৫) উড়ছে রাজধানী ঢাকার বাতাসে। এর কারণে সকাল থেকে বিশ্বের দূষিত শহরের তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে ঢাকা।

বিশ্বব্যাপী বায়ুমান পর্যবেক্ষণ সফটঅ্যায়ার এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত ঢাকার বায়ুমান সূচক ছিল ২৯৪ একিউআই।

সকাল দশটায় এই রিপোর্ট লিখার সময় ঢাকার বায়ুমান ছিল ২৪৬ একিউআই। এইসময় ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে ক্ষতিকর বস্তুকনা পিএম ২.৫ এর উপস্থিতি ছিল ১৯৫.৪ মাইক্রোগ্রাম। যা বিশ্ব স্থাস্থ্য সংস্থার নির্ধারিত স্বাস্থ্যকর মাত্রার তুলনায় ৩৯.১ গুণ বেশি।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রতি ঘনমিটার বাতাসে বস্তুকনা পিএম ২.৫ এর উপস্থিতি ৫ মাইক্রোগ্রাম বেশি থাকলে তা মানব দেহের জন্য ক্ষতিকর।