Can't found in the image content.
বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ২৪, ২০২১
ব্রডওয়েতে
এবার মঞ্চনাটক হয়ে আসছে ‘দিলওয়ালে
দুলহানিয়া লে জায়েঙ্গে’।
মঞ্চেও এটি পরিচালনা করবেন
মূল ছবির পরিচালক আদিত্য
চোপড়া। ২০২২-২০২৩ সালে
ব্রডওয়েতে মঞ্চস্থ হবে এই সংগীতনাট্য,
নাম হবে ‘কাম ফল
ইন লাভ দ্য ডিডিএলজে
মিউজিক্যাল’।
১৯৯৫
সালে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে
দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)। এই ছবি
দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন আদিত্য
চোপড়া। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সফল ছবি ডিডিএলজে।
একটি প্রেক্ষাগৃহে টানা ২৬ বছর
চলে ইতিহাস গড়েছিল এই ছবি। আবারও
নতুন করে সেই গল্প
নিয়ে কাজ শুরু করেছেন
আদিত্য, এবার ছবিটি নিয়ে
বানাচ্ছেন মিউজিক্যাল। যশ রাজ ফিল্মসের
এই কর্ণধার মনে করেন, মিউজিক্যালের
সঙ্গে বলিউডি ছবির অনেক মিল।
দুই মাধ্যমেই গান-নাচের মধ্য
দিয়ে মানুষের আবেগ-অনুভূতির গল্প
তুলে ধরা হয়। তাই
এবার নিজের বানানো কালজয়ী ছবির গল্প নিয়ে
মিউজিক্যাল ব্রডওয়ে বানাচ্ছেন তিনি। শো প্রযোজনা করবে
ভারতের বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও যশ রাজ ফিল্মস।
গান লিখবেন ‘লিগ্যালি ব্লন্ড’, ‘মিন গার্লস’খ্যাত
নেল বেঞ্জামিন, আর সেগুলোতে সুর
বসাবেন ভারতীয় সংগীত পরিচালক বিশাল দাদলানি ও শেখর রাবজিয়ানি।
কোরিওগ্রাফি করবেন রব অ্যাশফোর্ড। ‘থরোলি
মডার্ন মিলি’র কোরিওগ্রাফি
করে এর আগে মঞ্চের
সর্বোচ্চ পুরস্কার টনি জিতেছেন তিনি।
সেট ডিজাইন করবেন ‘মুল্যাঁ রুঝ’ ও ‘হেয়ারস্প্রে
লাইভ’খ্যাত ডেরেক ম্যাকলেন।
২০২২
সালের সেপ্টেম্বরে সান ডিয়েগোর ওল্ড
গ্লোব থিয়েটারে হবে ‘কাম ফল
ইন লাভ দ্য ডিডিএলজে
মিউজিক্যাল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।
তবে ব্রডওয়েতে মঞ্চায়নের তারিখ পরে জানানো হবে।
ডানকান স্টুয়ার্ড ও যশ রাজ
ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মার নেতৃত্বে
শিগগিরই এ সংগীতনাট্যের পাত্রপাত্রী
খোঁজা শুরু হবে। আদিত্য
সংবাদমাধ্যমকে বলেন, ১৯৮৫ সালে আমার
মা-বাবা আমাকে আর
আমার ভাইকে লন্ডনে প্রথমবার মিউজিক্যাল দেখাতে নিয়ে যান। আমার বয়স
তখন ১৪ বছর। তার
আগে থেকেই আমি ছবি দেখতে
ভালোবাসি। কিন্তু সেই মিউজিক্যাল দেখার
অভিজ্ঞতা আমি কখনো ভুলব
না। মঞ্চে এমন অনবদ্য সৃষ্টি
দেখে আমি মুগ্ধ হয়েছিলাম
সেদিন। ব্লকবাস্টার হিন্দি ছবি আমার ভালো
লাগত। কিন্তু সেদিনের দেখা মিউজিক্যাল আমার
মনে দাগ কেটেছিল। বলিউডের
ছবি ও মিউজিক্যালের মধ্যে
এক অদ্ভুত মিল লক্ষ করেছিলাম,
এরা যেন হারিয়ে যাওয়া
দুই প্রেমিক। দুটি মাধ্যমেই নাচ-গানের মধ্য দিয়ে গল্প
এগিয়ে নিয়ে যায়। মানুষের আবেগ-অনুভূতির কথাগুলো
বলে যায়।’
আদিত্য
আরও বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ আমার
প্রথম ছবি, যা আমাকে
পরিচিতি দিয়েছে। ভারতীয় ছবির ইতিহাসে জায়গা
করে নিয়েছে এই ছবি। কিন্তু
অনেকেই জানেন না যে হিন্দি
ছবি বানানোর ইচ্ছে আমার একেবারেই ছিল
না। সেই সময় আমার
বয়স ২৩, হলিউড ও
আমেরিকার পপ কালচার দ্বারা
প্রভাবিত ছিলাম। ভেবেছিলাম কয়েকটা হিন্দি ছবি বানাব, তারপর
হলিউডে গিয়ে ইংরেজিতে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বানাব।
ইংরেজি ছবিটি টম ক্রুজকে নিয়ে
বানাব। সেই স্বপ্ন স্বপ্নই
রয়ে গেল। তাই তো
এত বছর পর আবার
নতুন করে এই ছবি
নিয়ে কাজ করছি, তবে
অন্য ফরম্যাটে। ইংরেজি ভাষার এই মিউজিক্যালে আমেরিকার
এক যুবকের সঙ্গে ভারতীয় এক তরুণীর প্রেম
দেখা যাবে। ব্রডওয়েতে দুই দেশের সংস্কৃতি,
দুটি ভিন্ন পৃথিবী দেখানো হবে।’