প্রতিদিনই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে থাকেন বলিউড 'কুইন' কঙ্গনা রানাওয়াত। কখনো কারো সঙ্গে ঝগড়া, কখনো বিতর্কের আগুনে ঘি ঢেলে দেওয়া কিংবা বিস্ফোরক মন্তব্য করে বসেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি চলচ্চিত্র জগতের চিরন্তন সুন্দরী বলে পরিচিত 'মধুবালা'র মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে তার সঙ্গে নিজের সাদৃশ্যের কথা লিখেছেন অভিনেত্রী। আর তাতেই আরও একবার ব্যাপক ট্রলের শিকার হতে হলো এই তারকাকে!
২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মধুবালার মৃত্যুবার্ষিকীতে তার ছবির সঙ্গে নিজের ছবির কোলাজ শেয়ার করে কঙ্গনা। লেখেন, 'দর্শকরা চান আমি পর্দায় সিনেমার দেবী মধুবালার চরিত্রে অভিনয় করি, আমি যখন কাজ শুরু করি তখন যেন ঠিক মধুবালারই তরুণী বয়সের প্রতিরূপ (রেপ্লিকা) ছিলাম... যদিও এখন এবিষয়ে আমি নিশ্চিত নই।'
মধুবালার দুটি ছবির সঙ্গে নিজের দুটি ছবি কোলাজ করেছেন কঙ্গনা। যেখানে রয়েছে মধুবালার একটি সাদাকালো ও একটি রঙিন ছবি। তার দুপাশে একটি ছবিতে কঙ্গনাকে কালো ব্লাউজ ও স্কার্টে দেখা যাচ্ছে। আর অন্য ছবিতে সবুজ গাউন পরে হাতে পুরস্কারের ট্রফি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবিগুলো দেখে কঙ্গনা নিজেই বিস্ময় প্রকাশ করে লিখেছেন- 'ওহ ঈশ্বর! ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সেই প্রথম বছর।'
এদিকে কঙ্গনার এই পোস্টে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে! কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, 'হে ভগবান! এবার হয়ত মধুবালার বায়োপিক অভিনয় করবেন কঙ্গনা!' কেউ বলেছেন, 'কঙ্গনার মুখ এমন কথা শুনে বোধহয় মধুবালা স্বর্গ থেকে আয়না চাইছেন, নিজের মুখটা হয়তো আরেকবার দেখে নেবেন!' কেউ রেগে গিয়ে লিখেছেন, 'কঙ্গনার কত বড় স্পর্ধা!'
প্রসঙ্গত, পঞ্চাশ ও ষাটের দশকে হিন্দি সিনেমার দুনিয়ায় অন্যতম সুপারস্টার ছিলেন মধুবালা। দিলীপ কুমারের বিপরীতে তার ১৯৬০ সালের চলচ্চিত্র 'মুঘল-ই-আজম' ভারতের অন্যতম আলোচিত ছবি। মধুবালা অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে নীল কমল (১৯৪৭), আমার (১৯৫৪), মহল (১৯৪৯), বাদল (১৯৫১), তারানা (১৯৫১), মিস্টার অ্যান্ড মিসেস '৫৫ (১৯৫৫), চলতি কা নাম গাড়ি (১৯৫৮) ) এবং হাফ টিকেট (১৯৬২), হাওড়া ব্রিজ এবং কালা পানি (উভয় ১৯৫৮) এবং বারসাত কি রাত (১৯৬০)।
এদিকে ২০০৬ সালে 'গ্যাংস্টার' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন কঙ্গনা রানাওয়াত। শেষবার তাঁকে দেখা গিয়েছেন অ্যাকশন ফিল্ম 'ধাকড়'-এ। যদিও সেটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে নিজের পরিচালনায় 'ইমার্জেন্সি' ছবির কাজে ব্যস্ত কঙ্গনা। এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত নিজে।