কার্গো ট্রাকে বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যানার লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও অস্ত্র সরবরাহ করে আসছিলেন দুই যুবক। তারা পেশায় চালক ও হেলপার।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে কার্গো ট্রাকসহ তাদের আটক করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
কার্গো ট্রাক থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, দেশিয় তৈরি রিভলভার ও ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চরপাড়া এলাকার নুরু উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (২৫) এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার মৃত সামশুল হকের ছেলে নুর হোসেন (২৭)। তারা যথাক্রমে ট্রাকের চালক ও হেলপার।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আটকরা কার্গো ট্রাকের সামনে বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যানার লাগিয়ে পর্দার আড়ালে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও অস্ত্র সরবরাহ করে আসছিল। এক সপ্তাহ আগে থেকেই কার্গো ট্রাকে করে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার বড় চালান যাবে, পুলিশের কাছে এমন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা, অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে আটক ও কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে।
আতিকুর রহমান আরও বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।