Can't found in the image content. ঢাকার যে ৬ এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঢাকার যে ৬ এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

রাজধানী ডেস্ক | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৩

ঢাকার যে ৬ এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
রাজধানীর বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ কাজের জন্য আজ শুক্রবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ কাজ চলবে। এ কারণে সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

উপকেন্দ্রের আওতাধীন এলাকা—ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি এলাকায় লোডশেডিং হতে পারে।


পিজিসিবি কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট গ্রাহকদের শাটডাউন চলাকালীন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।