Can't found in the image content. নতুন দায়িত্বে ডিএমপির দুই অতিরিক্ত কমিশনার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নতুন দায়িত্বে ডিএমপির দুই অতিরিক্ত কমিশনার

রাজধানী ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩

নতুন দায়িত্বে ডিএমপির দুই অতিরিক্ত কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ও ড. খ. মহিদ উদ্দিনকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)- এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক আদেশে এই তথ্য জানা গেছে।

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলমকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রিন্সিপাল পদে পদায়ন করা হয়। এতে শূন্য হয় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) পদটি। এই পদে নতুন দায়িত্ব দেওয়া হলো ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে।

এছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিনকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এর দায়িত্ব দেওয়া হয়েছে।