Can't found in the image content. হিন্দু বলে আমাকে অস্বীকার করছে আদিলের পরিবার: রাখি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

হিন্দু বলে আমাকে অস্বীকার করছে আদিলের পরিবার: রাখি

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩

হিন্দু বলে আমাকে অস্বীকার করছে আদিলের পরিবার: রাখি
গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা-সমালোচনায় রয়েছেন বলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী রাখি সাওয়ান্ত। আদিল খান দুরানির পরিবার নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে শিরোনামেও উঠে আসছেন। হিন্দু হওয়ায় তাকে অদিলের পরিবার অস্বীকার করছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন অভিনেত্রী।

রাখির দাবি, আদিলের পরিবারের পক্ষ থেকে তাকে অস্বীকার করে বলা হয়েছে, তিনি হিন্দু বলে ওই পরিবারে জায়গা হবে না তার।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মাইসুরু আদালতের বাইরে দাঁড়িয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

রাখি বলেন, ‘আমার ও আদিলের বিয়ে হয়েছে। আমি বিচার চাই। আজ সকালে ওর বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বললেন, তারা আমাকে মেনে নিতে পারবেন না। কারণ আমি একজন হিন্দু।’

‘আমি যখন বলি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং তার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। তারপর থেকে আমার ফোন ধরা বন্ধ করেছেন তিনি। আর আদিল আমাকে বারবার তালাক দেবে বলে হুমকি দিচ্ছে’ - যোগ করেন অভিনেত্রী।

সম্পর্ক বিচ্ছিন্ন করতে চান না রাখি। কিন্তু আদিলের বাবা খুব খারাপভাবে কথা বলেছেন বলে দাবি অভিনেত্রীর। বলেন, ‘আমি মাইসুরুতে কাউকে চিনি না। কিন্তু সুবিচার চাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাদের বিয়ের সব কাগজপত্র রয়েছে। এখন কোথায় যাব আমি? আমার কী করা উচিত?’

তিনি আরও বলেন, ‘আট মাস আগে মাইসুরুতে বিয়ে হয় আমাদের। মুম্বাইয়ে আমাদের বিয়ে রেজিস্টার্ড। আদিল আমাকে কথা দিয়েছিল যে, আমাদের সন্তান হবে এবং একসঙ্গে অনেক কিছু করব।’ এরপরই অভিনেত্রী দাবি করেন, আদিলের জন্য এক কোটি ৬০ লাখ রুপি খরচ করেছেন তিনি।