Can't found in the image content. সেলফি পোস্ট করে সমালোচনার মুখে দিশা পাটানি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

সেলফি পোস্ট করে সমালোচনার মুখে দিশা পাটানি

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩

সেলফি পোস্ট করে সমালোচনার মুখে দিশা পাটানি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। ফ্যাশন সেন্সের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। মসৃণ ত্বক, ঝলমলে চুল, ছিপছিপে গড়নের শরীর আর পোশাকের জন্য পারফেক্ট সুন্দরী তিনি। ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সার্চ তালিকায়ও শীর্ষে থাকেন।

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এ ধারণা থাকলেও সেটা পুরোটা সঠিক নয়। প্রবাদেই রয়েছে, ‘চাঁদেরও কলঙ্ক রয়েছে।’ আর দিশা মানেই পারফেক্ট সৌন্দর্য, সেই ধারণা এবার নিজেই ভাঙলেন অভিনেত্রী। তার শরীরেও লুকিয়ে রয়েছে স্ট্রেচ মার্কস। যা স্বাভাবিক বলছেন নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেন দিশা। আনফিল্টারড সেই ছবি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।



ছবিতে অভিনেত্রীকে দেখা যায়, তিনি ফোনের দিকে তাকিয়ে আছেন। এ সময় তার নিতম্বে স্ট্রেচ মার্কস সহজেই ধরা পড়ে চোখে। সে নিয়েই নানা মন্তব্যের শুরু। যদিও অভিনেত্রী নিজেও আড়াল করতে চাননি সেটা।

একজন মন্তব্য করেছেন, ‘দিশারও স্ট্রেচ মার্কস রয়েছে। এখন শান্তিতে থাকতে পারি আমি।’ একজন লিখেছেন, ‘স্ট্রেচ মার্কস থাকা স্বাভাবিক, দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে।’

নেটিজেনদের নানা মন্তব্যের মধ্যে কেউ কেউ অভিনেত্রীর আনফিল্টারড ছবির প্রশংসাও করেছেন। এ কারণে একজন মন্তব্য করেছেন ‘বিশুদ্ধ সৌন্দর্য।’ তবে এর মধ্যে ব্যতিক্রম মন্তব্যও চোখে পড়ে। একজন লিখেছেন, ‘দিশা চমৎকার একজন নারী, এই মন্তব্যের সঙ্গে কে একমত।’ সেখানেই কেউ জবাব দেন, ‘চাঁদেরও কলঙ্ক রয়েছে।’