ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

টাঙ্গাইলে শহিদ-মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০২৩

টাঙ্গাইলে শহিদ-মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে মহান শহিদদিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা-দিবসে যথাযথ মর্যাদায় ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। 

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ধনবাড়ীর কেন্দ্রীয় শহিদ-মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুর রাজ্জাক এমপির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন পুষ্পমাল্য অর্পণ করেন। 

এরপর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ধনবাড়ী পৌরসভার পক্ষে পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, থানা পুলিশের পক্ষে ওসি এইচ এম জসিম উদ্দিন,  ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সাব-রেজিস্টার, স্বাস্থ্য বিভাগ, উপজেলা যুব লীগ, ছাত্র লীগ,পল্লী বিদ্যুৎ সমিতি, সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুল, কলেজিয়েট মডেল স্কুল, শাহীন স্কুল, শাপলা আইডিয়াল স্কুল, সুলতান প্রফেসর মডেল কলেজ, সততা স্কুল ও অনুপম প্রি-ক্যাডেট ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

অন্যদিকে, সকালে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা-দিবসে যথাযথ মর্যাদায় ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ শেষে ঢাকা-ময়মনসিংহ সড়কে র্যালী করা হয়। র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক ও মধুপুর শহীদ স্মৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ সহ অন্যান্যরা অংশ নেয়।