২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মাটিরাংগা উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
একুশের প্রথম প্রহরে মাটিরাংগা কেন্দ্রীয় শহীদ মিনারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেব উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা এবং মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো.আনিসুজ্জামান ডালিম উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মো: সালেহ এবং মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া তাদের পদস্থ সকল কর্মকর্তাদের সাথে নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মাটিরাংগা উপজেলা ও পৌর
যুবলীগ, উপজেলা ছাত্রলীগ তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, এবং মাটিরাঙ্গা উপজেলার অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠান, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়।
এ সময় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের আশপাশ।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।
প্রসঙ্গত, বাংলা ভাষার দাবিতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাঁদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানায়।