Can't found in the image content. ক্ষমা চেয়ে জাজে ফিরছেন পূজা চেরী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ক্ষমা চেয়ে জাজে ফিরছেন পূজা চেরী

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩

ক্ষমা চেয়ে জাজে ফিরছেন পূজা চেরী
ভুলের কারণে সকলের কাছে মাফ চাইলেন পূজা চেরী। কিসের ভুল? কী ভুল সে কথা উল্লেখ করেননি। নিজেকে জাজ মাল্টিমিডিয়ার অংশ হিসেবে উল্লেখ করে সোমবার দুপুরে সকলের কাছে বেশ আন্তরিকভাবে ক্ষমা চাইলেন ঢাকাই সিনেমার উঠতি এই নায়িকা।

পূজা চেরী একটি স্ট্যাটাস দিয়েছেন। যেটিকে নেটিজেনরা আব্দুল আজিজের লিখে দেওয়া হিসেবে মনে করছেন। এই ক্ষমা চেয়েই পূজা জাজে ফিরে যাচ্ছেন।

ফেসবুকে লিখেছেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ।’ 

ক্ষমা চেয়ে পূজা চেরী বলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’ 



ভুল সম্পর্কে কিছু না বললেও সাম্প্রতিক সময়ে শাকিব খানের সঙ্গে যে প্রেমের গুঞ্জন উঠেছিল, নেটিজেনরা সেটাকেই ইঙ্গিত করছেন।

তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, শাকিব খানের কাছাকাছি এই নায়িকা ভিড়তে পারছেন না। স্বাভাবিকভাবেই ফের আব্দুল আজিজের নিকট ফিরে যাচ্ছেন।

নেটিজেনরা বলছেন, এই স্ট্যাটাসটি আব্দুল আজিজের লিখে দেওয়া, কেননা আব্দুল আজিজ কিংবা জাজ মাল্টিমিডিয়া থেকে এমন ভাষা ও যতিচিহ্নের ব্যবহার করে পোস্ট দেওয়া হয়।