Can't found in the image content. শামীমের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন অহনা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শামীমের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন অহনা

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩

শামীমের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন অহনা
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবেই পরিচিত অহনা রহমান। নাটকের অভিনয়ে বেশি দেখা গেলেও সিনেমায়ও তার কাজের অভিজ্ঞতা আছে।

তিন বছর কাজে বিরতি দিয়ে গত আগস্ট থেকে ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি আরেক জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে অহনার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

ফেসবুকে অনেকটা ঘনঘনই অহনাকে নিয়ে বিভিন্ন ছবি শেয়ার করছেন শামীম। ভালোবাসা দিবসে শামীমের ফেসবুকে পোস্ট করা রোমান্টিক ছবিতেও একসঙ্গে দেখা গেছে দু’জনকে।

এ বিষয়ে জানতে চাইলে একটি গণমাধ্যমকে অহনা বলেন, সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না।


শামীমের ফেসবুকে পোস্ট করা বিভিন্ন রোমান্টিক ছবিতে একসঙ্গে দেখা যাওয়ার বিষয়ে অহনা বলেন, আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনোই জানি না। ব্যক্তিগত জীবন নিয়ে এ মুহূর্তে কিছুই বলতে চাইছি না। সেটা সময় হলেই জানিয়ে দেব।

একটি ফটোসুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়াতে অহনার অভিষেক হয়েছিল। পরবর্তীতে তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে এবং নাটকে অভিনয় শুরু করেন।