সাদনান তাজ আপন,স্টাফ রিপোর্টার | আপডেট: শনিবার, আগস্ট ৭, ২০২১
নারাণগঞ্জের
রূপগঞ্জে ৩৫ কেজি ওজনের সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের পাথরের মূর্তি উদ্ধার
করেছে র্যাব-১। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত
করেছেন। গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর
আলীর ছেলে আব্দুল হালিম, একই এলাকার পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল
মালেক ও মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মজিদ।
র্যাব
গ্রেপ্তার তিনজনকে আসামি করে পূরাকীর্তি আইন ২৩ এর ৩নং ধারায় মামলা দায়ের করে।
মামলার
এজাহার সূত্রে জানা গেছে, গত (৬ আগস্ট) শুক্রবার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের জিন্দা
এলাকায় র্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় দুপুর ২টার দিকে
তারা খবর পান গাউছিয়া-কাঞ্চন সড়কে কালাদী এলাকায় অবস্থিত মেসার্স এফ হক ফিলিং স্টেশনের
সামনে কয়েকজন চোরাকারবারি কষ্টিপাথরের মূর্তি চোরাচালানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।
এ
সময় র্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩২ ইঞ্চি দৈর্ঘ্যের ৩৫.৪ কেজি ওজনের
প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ তিনজন চোরাকারবারিকে গ্রেপ্তার
করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তারা কষ্টি পাথরের মূর্তি পাচারের কথা স্বীকার করেন।
রূপগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ
র্যাব-১ তিনজনকে গ্রেপ্তারের পর রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের
আদালতে পাঠানো হয়েছে।