ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

খাগড়াছড়ির গুইমারায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৩

খাগড়াছড়ির গুইমারায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রাবাস, গুইমারা উপজেলা পরিষদের ভবন ও মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।

এছাড়াও গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় সভা করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো: মাইনউদ্দিন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে স্থানীয়দের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়।