ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

ইকবালকে নিয়ে কুমিল্লার পথে পুলিশ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

ইকবালকে নিয়ে কুমিল্লার পথে পুলিশ

পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে ঘটনাস্থল কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টায় কক্সবাজার জেলা পুলিশ থেকে তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ঘোরাফেরার সময় তাকে সন্দেহভাজনভাবে আটক করে সদর থানার পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, আজ ভোর ৫টার দিকে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম কক্সবাজারে পৌঁছায়। ভোর সাড়ে ৬টার দিকে গ্রেপ্তারকৃত ইকবালকে কুমিল্লা জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপরই পুলিশের টিমটি ইকবালকে নিয়ে কুমিল্লায় রওনা হয়েছে।

 

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় ইকবাল নামের এক যুবককে শনাক্ত করে।