বিদ্যুৎ, গ্যাস, চাল,ডাল, তেল, আটা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা পালন করেছে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা বিএনপি।
পুলিশের বাঁধাতেও প্রতিটি ইউনিয়নে শান্তিপুর্ন ভাবে শেষ হয়েছে পদযাত্রা । শনিবার এগারোটায় একযোগে প্রতিটি উপজেলার ইউনিয়নে এ কর্মসুচি পালন করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন গুলো।
জেলার পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, বোদা, আটোয়ারি, দেবীগঞ্জ উপজেলায় চলে এ কর্মসুচি। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক জেলাপরিষদ সদস্য আতিয়ার রহমানের নেতৃত্বে পদযাত্রা করেন সিপাইপাড়ার বাজারে। তিরনইহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক আমানের নেতৃত্বে পদযাত্রা করেন শালবাহান বাজারের একাংশে।
তেঁতুলিয়া সদর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের পদযাত্রা করেন চৌরাস্তা বাজারে। এ পদযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু, যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলে আহবায়ক আবু বক্কর সিদ্দিক সবুজ। শালবাহান ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমানের নেতৃত্বে পদযাত্রা করেন শালবাহান বাজারের একাংশে। বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আলমের নেতৃত্ব পদযাত্রা করেন বুড়াবুড়ি বাজারে। ভজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মকছেদ আলীর নেতৃত্বে পদযাত্রা করেন ভজনপুর বাজারে। এ পদযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, যুবদলের সদস্য সচিব জাকির হোসেন। দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন আলীর নেতৃত্বে পদযাত্রা করেন দেবনগর বাজারে। এ পদযাত্রায় অংশ গ্রহন করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক মুকু।
উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আমাদের উপজেলায় প্রতিটা ইউনিয়নেই শান্তিপূর্ন ভাবে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। তবে আমরা যেখানেই পদযাত্রা বের করেছি সেখানেই পুলিশ এসে বাধা দিয়েছে। আমাদের লোকজন শান্তিপূর্ন পদযাত্রা শেষ করেছে।
উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু জানান, বিদ্যুৎ, গ্যাস, তেল, সার ও জ্বালানি তেল সহ কৃষি উপকরণের মুল্য বৃদ্ধি ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দাবিতে আমাদের এই কর্মসুচি পুলিশের বাধাতেও পালন করেছি। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।