Can't found in the image content. বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন মৌসুমী হামিদ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫ |

EN

বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ১০, ২০২৩

বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন মৌসুমী হামিদ
ক্যারিয়ারের সুসময় পার করছেন মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ। যেখানে যাচ্ছেন সেখানেই প্রশংসার পাশাপাশি কথা বলতে হচ্ছে নানাবিধ বিষয় নিয়ে। ব্যক্তিগত জীবনও উঠে আসছে। 

বিয়ের প্রসঙ্গ আসতেই কম উচ্চতার পুরুষদের নিয়ে মন্তব্য করে বসলেন তিনি। জানালেন, খাটো ছেলেরা শয়তান হয়।

সম্প্রতি সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় বিয়ের প্রসঙ্গ উঠে আসে মৌসুমীর। ওই সময়ই এমন মন্তব্য করেন তিনি। মৌসুমী বলেন, ‘পাঁচ ফুট ৯ ইঞ্চি ছেলে লাগবে না। ছয় ফুট ছেলেই বিয়ে করব। বিয়ে করলে লম্বা ছেলেই বিয়ে করব। খাটো ছেলে কেন বিয়ে করব? লম্বা মানুষ ভালো হয়। খাটো ছেলেরা শয়তান হয়।’

সম্প্রতি ওয়েব সিরিজ ‘গুটি'তে দেখা গেছে মৌসুমীকে। এতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকের মনোযোগ ধরে রেখেছিলেন তিনি। বোদ্ধাদেরও প্রশংসা পেয়েছেন।

মাদক কারবারির গল্প উঠে এসেছে ‘গুটি'তে। এতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আজমেরী হক বাঁধন। সুলতানা নামের এক ড্রাগ ডিলারের চরিত্রে দেখা গেছে তাকে। সিরিজটিতে পার্শ্ব চরিত্রে থেকেও মূল চরিত্রের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন মৌসুমী।