সার্চ ইঞ্জিন গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট বাজারমূল্য হারিয়েছে ১০০ বিলিয়ন ডলার। সম্প্রতি নতুন চ্যাটবট প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি। সম্প্রতি একটি প্রচারণামূলক ভিডিওতে ভুল তথ্য দিয়েছে এটি।
এছাড়া আলফাবেটের সাম্প্রতিক এক অনুষ্ঠানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশনের কাছে ভিত্তি হারিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
আলফাবেটের শেয়ারের পতন ঘটেছে ৯ শতাংশ। গত ৫০ দিনে যা প্রায় ৩ গুণ। প্রায় প্রতি ঘণ্টায় শেয়ার মূল্য হারাচ্ছে প্রতিষ্ঠানটি।
গত বছর ৪০ শতাংশ বাজারমূল্য হারায় আলফাবেট। তবে চলতি বছরের শুরুতে তা ১৫ শতাংশ বাড়ে। কিন্তু বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে তা হারাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি।
গত নভেম্বরে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার কথোপকথন ব্যবস্থা চ্যাটজিপিটি প্রকাশ্যে আনে ওপেনএআই। যেকোনো প্রশ্ন লেখার সঙ্গে-সঙ্গেই উত্তর দিয়ে দেয় এটি। পরিপ্রেক্ষিতে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে গুগল।