দিনাজপুরের ফুলবাড়ীতে অনুমোদনবিহীন (এমআইবি ব্রিক্স) নামে অবৈধ একটি ইট ভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের জয়নগর এলাকার (এমআইবি ব্রিক্স) ইট ভাটায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,কে,এম ছামিউল আলম কুরসি।
অভিযানে কৃষি জমির মাটি ব্যবহার ও বৈধ কাগজপত্রসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অপরাধে (এমআইবি ব্রিক্স) ইটভাটার মালিক মো. শহিদুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ফুলবাড়ী ফায়ারসার্ভিস কর্মিরা পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেয়। এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা,ফুলবাড়ী ফায়ারসার্ভিস দল ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন,ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে। ওই ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ বৈধ্য কোনো কাগজপত্র নেই,এছাড়া ফসলি জমির মাটি ব্যবহার করে নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। পানি দিয়ে আগুন নিভিয়ে দিয়ে সতর্ককরা সহ বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। আরও অনেক অবৈধ ইটভাটা রয়েছে। সেগুলো বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।