Can't found in the image content. মাঝসমুদ্রে নোরা ফাতেহির বেলি ড্যান্স | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মাঝসমুদ্রে নোরা ফাতেহির বেলি ড্যান্স

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ৭, ২০২৩

মাঝসমুদ্রে নোরা ফাতেহির বেলি ড্যান্স
দুবাইয়ের মাঝসমুদ্রে ভাসমান বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করলেন নোরা ফাতেহি। জন্মদিনের এমনই মুহূর্ত নিজের ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, বোটে তার সামনে রাখা কেক, ফুলের তোড়া। তার পরনের জামায় রং-বেরঙের ফুল আঁকা। বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিন রঙিন করলেন এই অভিনেত্রী। বেলি ড্যান্সও করলেন ভাসমান বোটে।

বরাবরই বেলি ড্যান্সের জন্য জনপ্রিয় নোরা। একটি নামি রিয়ালিটি শোয়ে বিচারক হিসেবেও কাজ করেছেন। গতকাল তার ৩১তম জন্মদিনে মাঝসমুদ্রে বেলি ড্যান্সের মাধ্যমেই নেটিজেনদের মন কাড়লেন তিনি।

ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা শুরু হয়ে গেছে। নোরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু নেটিজেন।