Can't found in the image content. শুবমান গিলে মজেছেন সারা আলী খান? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শুবমান গিলে মজেছেন সারা আলী খান?

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩

শুবমান গিলে মজেছেন সারা আলী খান?
বলিউড অভিনেত্রী সারা আলী খান ও ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের প্রেমের গুঞ্জনের ডালপালা ছড়াচ্ছিল বছরের শুরু থেকেই। এবার সেই গুঞ্জনে ‘হাওয়া দিয়ে’ সামনে এল সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও, যেখানে একই হোটেল থেকে দুজনকে বেরিয়ে আসতে দেখা গেছে। 

হিন্দুস্তান টাইমস জানিয়ে, হোটেলের লবি ছেড়ে যাওয়ার সময় একটি গোলাপি টপে ক্যামেরায় ধরা পড়েন সারা। আর শুবমানকে দেখা গেছে লাগেজ হাতে বেড়িয়ে যেতে। পরে তারা একই ফ্লাইটে ভ্রমণও করেন। 

দুজনকে এভাবে দেখার পর প্রেমের ক্ষেত্রে ‘বলিউড ও ক্রিকেট’ যে দারুণ জুটি, সেই বিষয়টি আবারও সামনে এনেছেন ভক্ত-অনুরাগীরা।

এক ভক্ত লিখেছেন, “এই বন্ধন (বলিউড- ক্রিকেট) অনেক পুরনো, এমনকি নব্বই দশকেরও আগের। বলিউড ও ক্রিকেট অবিচ্ছেদ্য এক অংশ, তাই সম্পর্কের খবরও হুটহাট বেরিয়ে আসে।” 

আরেকজন টুইটে লেখেন, “দ্বিতীয়বারের মত তাদের একসঙ্গে দেখা যাচ্ছে, এটা প্রেম।” 

এক ভক্তের দাবি, দিল্লির কোনো এক ক্যাফেতে তাদেরকে ‘তার এক বন্ধু’ একসঙ্গে দেখেছেন। আর এটা যে তিনি শুধু মজা করার জন্য বলছেন না, তাও মনে করিয়ে দিয়েছেন এই ভক্ত।

খেলার দিকে মনোযোগ দিতে শুবমানকে পরামর্শ দিতেও ভোলেননি ভক্তরা; তিনি ভারতের পরবর্তী বিরাট কোহলি হতে পারেন বলেও মন্তব্য করেছেন একজন।

এর আগে জানুয়ারিতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় সারা আর শুবমানকে একসঙ্গে দেখা গেলে তাদের নিয়ে জল্পনা শুরু হয়। 

তবে শুবমানের প্রেমের গুঞ্জন এর আগেও ওঠেছিল। তখন অনেকেই ধারণা করেছিলেন, শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকের প্রেমে মজেছিলেন তিনি। যদিও তা নিয়ে দুজনের কেউই কোনো মন্তব্য করেননি।

হিন্দুস্থান টাইমস বলছে, ২০২০ সালে বিচ্ছেদের আগে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সারা দীর্ঘ সময় প্রেম করেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা করণ জোহর সেই প্রেমের বিষয়টি নিশ্চিত করলেও তাতে সারার মন্তব্য পাওয়া যায়নি। 

অমৃতা সিং ও সাইফ আলী খানের বড় মেয়ে সারা। তবে মা-বাবার ছায়া ছাড়িয়ে নিজের পরিচয়েই স্থান করে নিয়েছেন বলিউডে। 

অনুরাগ বসুর ‘লাইফ ইন আ মেট্রো’র সিক্যুয়েল ‘মেট্রো ইন দিনো’ তে তিনি কাজ শুরু করতে চলেছেন বলে ইতোমধ্যে সংবাদ এসেছে।