ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ধনবাড়ীতে বিনা সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩

ধনবাড়ীতে বিনা সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত
বিনা উদ্ভাবিত প্রতিকূলতা  সহনশীলতা ও উচ্চ ফলনশীল সরিষার জাত  বিনা সরিষা-৯ এর ও সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনার নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৫ জানুয়ারী২৩)ইং বিকেলে ধনবাড়ী পৌরসভার বিলাসপুর এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিনা উপ কেন্দ্র জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরামের সঞ্চালনায় ও বিনা উপ কেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারুফ হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন-বিনা ম্যানেজমেন্ট বোর্ড ময়মনসিংহের সদস্য ও ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।

সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে দেন- বিনা’র মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্যে দেন- বিনা’র পরিচালক ড. মো: আব্দুল মালেক, বিনা ময়মনসিংহের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মঞ্জুরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, ধনবাড়ী উপজেলা  কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, বিনা’র ফার্ম ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক হাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ ও কৃষক পলাশ ভদ্র সহ অন্যান্যরা।

মাঠ দিবসে ১শ ২০ জন কৃষক-কৃষাণী সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।