ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু

হাকিমপুর প্রতিনিধি | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ৪, ২০২৩

ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আমিনা (৪৫) নামের এক নারী নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার বারো পাইকেরগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনা বারো পাইকেরগড় গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।    

স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার বারো পাইকেরগড় গ্রামের সেকেন্দার আলীর সঙ্গে এক বিঘা আবাদি জমি নিয়ে একই গ্রামের গোলজার আলীর ছেলে মিন্টু মিয়া ও সাখোয়াত আলীর সাথে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। 

আজ শনিবার সকাল ৯ টায় মিন্টু মিয়া ও সাখাওয়াত আলী তার লোকজন নিয়ে ওই বিবাদমান জমিতে কাজ শুরু করেন। এ সময় সেকেন্দার আলী ও তার স্ত্রী আমেনা বেগম (৪৫) বাঁধা দিতে গেলে বাগবিতন্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে মিন্টু মিয়া ও সাখোয়াত আলী আমিনাকে উপযোর্পুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এ বিষয়ে ঘোড়ঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব জানান, ওই নারীর দুই পায়ের উরুতে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এ আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার পূবেই মারা যান। 

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের আটকের চেষ্টা করা হচ্ছে।