খাগড়াছড়ির গুইমারা উপজেলার মো: সোহাগ'র দুইটি কিডনি বিকল। তাকে বাঁচাতে মানবিক সহায়তার আবেদন করেন তিনি।
গুইমারার ০৬ নং ওয়ার্ড বাজারপাড়া এলাকায় বসবাস করেন মোহাম্মদ সোহাগ (৩৫) গত ০৩ বছর যাবৎ তার দুটো কিডনিই বিকলাঙ্গ হওয়ায় দেশের সকল চিকিৎসা শেষ করে বর্তমানে ভারতের নয়াদিল্লীতে কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্যে হাসপাতালে ভর্তি আছেন। সপ্তাহে তাকে ৩ বার করে মাসে ১২ বার তাকে ডায়ালাইসিস করানো হয়। তিনি ব্যক্তিগত জীবনে কঠিন সংগ্রাম ও দরিদ্রতার মধ্য দিয়ে ছোটবেলা থেকেই গুইমারা বাজারে ফল ব্যবসার পাশাপাশি মাস্টার্স ও এলএলবি সম্পন্ন করেছেন । বৈবাহিক জীবনে তার ছোট দুইটা সন্তান রয়েছে।
গত ০৩ বছরে তার চিকিৎসা বাবদ প্রায় ২৫ লক্ষ টাকা খরচ হয়েছে বলে বলে তার পরিবার থেকে জানানো হয়। এদিকে বর্তমানে ভারতে কিডনির ডোনার ম্যানেজ করে আনুষাঙ্গিক খরচসহ প্রায় আরো ৩৫ লক্ষ টাকার প্রয়োজন, যা তার এবং তার পরিবারের পক্ষে অসম্ভব।
সোহাগের পরিবার থেকে জানানো হয়, তার বাচ্চাদের জন্যে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক, তাই আপনাদের সামান্য কিছু অনুদানে হয়তো সে সুস্থ্য জীবনে ফিরে আসতে পারে।
অনুদান পাঠানোর ঠিকানাঃ মো: আলমগীর, রোগীর আপন ছোট ভাই, গুইমারা বাজার, মেইন রোড,যাত্রী ছাউনি,01856600289 (বিকাশ)।
এছাড়া “মোঃ সোহাগ
সোনালি ব্যাংক লিঃ, গুইমারা শাখা,খাগড়াছড়ি জেলা
সঞ্চয়ী হিসাব নাম্বার
৫৪২৪৭০১০০১৬৮৭ পাঠাতে পারেন।