Can't found in the image content. মনে হচ্ছে আমি ঘরে ফিরছি: সামান্থা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মনে হচ্ছে আমি ঘরে ফিরছি: সামান্থা

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২, ২০২৩

মনে হচ্ছে আমি ঘরে ফিরছি: সামান্থা
অ্যামাজন প্রাইমে ‘‌দ্য ফ্যামিলি ম্যান টু’-এ অভিনয় করেছিলেন সামান্থা রুথ প্রভু। রাজ অ্যান্ড ডিকের পরিচালনায় আবার ফিরছেন তিনি। এবার তাকে দেখা যাবে রুশো ব্রাদার্সের ‘‌সিটাডেল’ সিরিজের ভারতীয় সংস্করণে। সিরিজে বরুণ ধাওয়ান অভিনয় করছেন, তা আগেই জানানো হয়েছিল। এবার সামান্থার যুক্ত হওয়ার কথা জানালেন খোদ এ অভিনেত্রী। তিনি বলেন, ‘‌প্রাইম ভিডিও এবং রাজ অ্যান্ড ডিকে যখন আমাকে এ প্রস্তাব দিল, এক মুহূর্তেই হ্যাঁ বলে দিয়েছি। ফ্যামিলি ম্যানে এ টিমের সঙ্গে কাজ করার পর মনে হচ্ছে আমি ঘরে ফিরছি আবার।’

সিটাডেলের ভারতীয় সংস্করণের নাম এখনো নির্দিষ্ট করা হয়নি। মূল সংস্করণে অভিনয় করছেন রিচার্ড ম্যাডেন ও প্রিয়াঙ্কা চোপড়া। রুশো ব্রাদার্স ভারতীয় সিনেমা ও সিরিজ নিয়ে আগ্রহী। তারা নানা সময়ই ভারতের সঙ্গে কর্মসূত্রে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন। সিটাডেল সে সংযুক্তির অংশ। এর মধ্যেই রাজ অ্যান্ড ডিকে এ সিরিজের নির্মাণকাজ শুরু করেছেন। মুম্বাইয়ে শুরু হয়েছে সিরিজের প্রথম পর্যায়ের কাজ। এরপর উত্তর ভারতে শুটিং হবে। গল্পে যুক্ত হবে ভারতের বাইরের নানা ঘটনা। সেসব অংশের শুটিং হবে সার্বিয়া ও সাউথ আফ্রিকায়।

সিটাডেলের মূল গল্পটিও বিস্তৃত। এ নিয়ে সামান্থা বলেন, ‘‌সিটাডেল ইউনিভার্সের গল্পগুলো একটির সঙ্গে আরেকটি যুক্ত। বিশ্বের নানা প্রান্ত যুক্ত হয় এতে। এর ভারতীয় সংস্করণটিও আমাকে আগ্রহী করেছে। এ অসামান্য ইউনিভার্সে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি বরুণ ধাওয়ানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার বিষয়েও উত্তেজিত। সে সবসময়ই জীবনীশক্তির প্রকাশ করে এবং চারপাশের সবাইকে আনন্দে রাখে।’

সামান্থাকে সিরিজের অংশ হিসেবে পেয়ে রাজ অ্যান্ড ডিকেও দারুণ খুশি। তারা বলেন, ‘‌দ্য ফ্যামিলি ম্যানের পর সামান্থাকে আবার আমাদের সঙ্গে পেয়ে ভালো লাগছে। চিত্রনাট্য তৈরির পরই মনে হয়েছিল একটি চরিত্রের জন্য সে-ই সেরা। তাকে এ সিরিজে পেলে খুবই ভালো হয়। সিটাডেলকে ভারতে আনার বিষয়টিই দারুণ। সার্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে আমরা ভারতীয় অংশের শুটিং করছি।’ সিটাডেলের এ অংশ মূল সিরিজের ভারতীয় সংস্করণ হতে পারে, আবার সিটাডেলের বিস্তৃত গল্পের একটি অংশও হতে পারে। রুশো ব্রাদার্স বা রাজ অ্যান্ড ডিকে এ বিষয়ে কিছু জানাননি। তবে রাজ অ্যান্ড ডিকের এ কাজ ভারতীয় ধারাতেই নির্মাণ হবে। 

এদিকে সামান্থা বর্তমানে ব্যস্ত তার সিনেমা শকুন্তলমের প্রচারণায়। গুণশেখর পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ১৭ ফেব্রুয়ারি।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস