Can't found in the image content. 'শত্রুতা' নিয়ে নভেম্বরে হলে আসছেন পরী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

'শত্রুতা' নিয়ে নভেম্বরে হলে আসছেন পরী

বিনোদন ডেস্ক | আপডেট: বুধবার, অক্টোবর ২০, ২০২১

'শত্রুতা' নিয়ে নভেম্বরে হলে আসছেন পরী

২০১৬ সালের কথা। নির্মাতা শফিক হাসানেরধূমকেতুছবিতে শাকিব খানের নায়িকা য়ে প্রথম হাজির হন পরীমণি। এরপর একই পরিচালকের দুটি বি‌ ‘বাহাদুরিশত্রুতা কাজ করেন পরী। এতদিন নিশ্চয়তায় থাকার পর 'শত্রুতা' বিটি অবশেষে লোর মুখ দেখতে লেছে।

 

নির্মাতা ফিক হাসান জানিয়েছেন, ‘শত্রুতা শুটিং-ডাবিং অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা পড়বে। নভেম্বর সারাদেশের সিনেমা লেশত্রুতাদেখানোর দ্দেশে তোড়জোড় শুরু রেছে বিটির প্রযোজনা প্রতিষ্ঠান এস এম টেলিমিডিয়া।

 

বিতে পরীর নায়ক সাইমন সাদিক। সব ঠিকঠাক থাকলেবিশ্ব সুন্দরীমুক্তির প্রায় এক বছর পর বড় পর্দায় নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন পরী।

 

কী নিয়ে বির গল্প? কাদের ঙ্গে 'শত্রুতা'? পরিচালক শফিক হাসান বললেন, ‘এই ছবির গল্প পরীমনির বাস্তব জীবনের সঙ্গে অনেকটা মিলে যায়। দেখা যাবে, কোনো একটি ঘটনায় ভিকটিম হয়ে তিনি জেলে গেছেন, আবার বীরের বেশে ফিরেছেন জীবনে। তার পর থেকে একের পর এক সাফল্য ধরা দেয় তাঁর হাতে।

 

পরীমণি এখন গিয়াস উদ্দীন সেলিমের 'গুনীন' য়েব ফিল্মের শুটিং করছেন। শিগগিরই শুরু করবেন সঞ্জয় সমদ্দারের 'বায়োপিক' বির কাজ। চলতি মাসের শুরুতেই চুক্তিবদ্ধ য়েছেন অরণ্য নোয়ারের 'মা' বিতে।